Software

School & College Management Software Review & Feature

School Management Software

আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হলো স্কুল এন্ড কলেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার নিয়ে, স্কুল এন্ড কলেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার এর বৈশিষ্ট্য , এখানে থাকবে একটি ডাইনামিক ওয়েবসাইট প্যানে, যেখানে আপনার প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য থাকবে, শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের একটা কর্নার থাকবে ,অনলাইন ভর্তি ব্যবস্থাপনা থাকব্, নোটিশ ও তত্ত্ব প্রকাশ করা যাবে , ফলাফল প্রকাশ করা যাবে, উপস্থিতি রিপোর্ট প্রকাশ করা যাবে, কনটেন্ট ডাউনলোড কর্ণার থাকবে , প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ ওয়েবসাইট এর লিঙ্ক থাকবে, ওয়েবসাইটটি কন্ট্রোল প্যানেল থাকবে।

Ecampus School Management Software modules:

  1. Dashboard
  2. Global Setting
  3. Academic Module
  4. Online Admission
  5. Student Admission
  6. Timetable Module
  7. Attendance Module
  8. HRM & Payroll Module
  9. Accounts & Finance Module
  10. Results Module
  11. Online Learning Module
  12. SMS Module
  13. Web Management
  14. User Management

 

একাডেমিক মডিউলঃ

এই মডেলটিতে আপনি যা পাবেন -সেশন, মিডিয়াম ক্লাস ,শাখা ,গ্রুপ ও টেকনোলজি বিষয়ে সেটিংস। ছাত্র-ছাত্রী ভর্তি তালিকা এবং অন্যান্য সার্চ অপশন। ছাত্র-ছাত্রী অটো মাইগ্রেশন সিস্টেম।ছাত্র-ছাত্রী ট্রান্সফার পদ্ধতি। একাডেমিক ক্যালেন্ডার । সমস্ত শ্রেণির পাঠ্যপুস্তক পিডিএফ আকারে থাকবে। উপস্থিতি এবং রুটিন।

হাজিরা ও এসএমএস মডিউলঃ

এই মডেলটিতে আপনি যা পাবেন-  শিক্ষার্থী ,শিক্ষক ও কর্মচারীদের উপস্থিতির তথ্য। শিক্ষার্থীর রেজাল্ট কার্ডে তার প্রতিফলন। হাজিরা তথ্য সংরক্ষণ। রিপোর্ট । এক ক্লিকে শিক্ষার্থী, শিক্ষক কর্মচারী ও অভিভাবকদের নোটিফিকেশন প্রেরণ। সহজেই কাঙ্খিত প্রাপকদের তালিকা নির্ধারণ। স্বয়ংক্রিয় অনুপস্থিতি নোটিফিকেশন ব্যবস্থাপনা। সহজে প্রাপকদের খুঁজে পাওয়ার ব্যবস্থা।

 

পরীক্ষা নম্বর ফলাফল সংরক্ষণ ও ব্যবস্থাপনাঃ

এই মডেলটিতে আপনি যা পাবেন- পরীক্ষা ব্যবস্থাপনা। স্বয়ংক্রিয় প্রবেশপত্র প্রণয়ন। নম্বর বন্টন। নম্বর ফরম তৈরি স্বয়ংক্রিয় ও নির্ভুল ভাবে পাশ, ফেল ও গ্রেড নির্ধারণ। স্বয়ংক্রিয় নির্ভুল টেবুলেশন। স্বয়ংক্রিয় নির্ভুল মেধা তালিকা প্রণয়ন। স্বয়ংক্রিয় রেজাল্ট কার্ড প্রণয়ন। সকল অভ্যন্তরীণ ফলাফল সংরক্ষণ । সুনিয়ন্ত্রিত উপায় ও বিনা পরিশ্রমে যেকোনো রিপোর্ট সহজেই ওয়েবসাইটে প্রকাশ।

 

ছুটি, মাইন, শিক্ষার্থী ও হিসাব রক্ষন ব্যবস্থাপনাঃ

এই মডেলটিতে আপনি যা পাবেন- কলাম অনুসারে হিসাব সংরক্ষণ। শিক্ষার্থীদের ফি সেটআপ । শিক্ষার্থীদের ফি সংগ্রহ। বকেয়া, মওকুফ, বৃত্তি ব্যবস্থাপনা। অনুপস্থিতির ও অন্যান্য জরিমানার সাথে সংযোগ শিক্ষক ও কর্মচারীদের ছুটি ব্যবস্থাপনা । শিক্ষক ও কর্মচারীদের সেলারি সিট তৈরি। আয়-ব্যয়ের হিসাব। সকল প্রকার একাউন্টিং রিপোর্ট।

 

নিরাপত্তা ও সংরক্ষণঃ

এই মডেলটিতে আপনি যা পাবেন- নির্ভুল হিসাব-নিকাশ তথ্যের জন্য প্রতিনিয়ত ও সতর্কতার সাথে পরীক্ষণ। প্রতিষ্ঠান তত্ত্বের শতভাগ গোপনিয়তা রক্ষা তথ্য সংরক্ষণের সর্বোচ্চ সতর্কতায় নিয়মিত পর্যবেক্ষণ । দুই স্তরের তত্ত্বের ব্যাকআপ ব্যবস্থাপনা। যাবতীয় তথ্য ক্লাউড অনলাইনে থাকায় তা আপনার কম্পিউটার নষ্ট হওয়ার সাথে সম্পর্কিত নয়।

 

স্কুল এন্ড কলেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার প্রস্তাবিত সার্ভিস থেকে কি কি ভাবে প্রতিষ্ঠান উপকৃত হবে   সুবিধা ভোগ করবে তা সংক্ষেপে উল্লেখ করা হলোঃ

সকল ক্ষেত্রে 70 থেকে 80 পার্সেন্ট সময় সাশ্রয় হবে

 অ্যাটেনডেন্স পদ্ধতিঃ

  1. মেশিন রিডেবল কার্ডের মাধ্যমে।
  2. বায়োমেট্রিক সিস্টেমের মাধ্যমে।
  3. সরাসরি কম্পিউটারে এন্ট্রির মাধ্যমে।

  • যে সকল ছাত্র-ছাত্রী ক্লাসে অনুপস্থিত থাকবেন তাদের অভিভাবকদের নিকট ক্লাসে রুল কল করার কিছু সময়ের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে এসএমএস চলে যাবে যে শিক্ষার্থী আজ বিদ্যালয়ে অনুপস্থিত । ফলে অভিভাবকগণ আরো সচেতন হবেন এবং বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি পাবে।
  • স্কুল এন্ড কলেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার এর মাধ্যমে উপস্থিতি, নোটিশ, বিভিন্ন সভা, পরীক্ষার ফলাফল ইত্যাদি বিষয়েও এসএমএস পাঠানোর সুবিধা ।
  • শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের অটো জেনারেটর তালিকা এক ক্লিকের মাধ্যমে দেখাও প্রিন্ট করার সুবিধা থাকবে।
  • উপবৃত্তি প্রাপ্তির জন্য শিক্ষার্থীর উপস্থিতির হার স্বয়ংক্রিয়ভাবে নির্ধারণের সুবিধা।
  • স্কুল এন্ড কলেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার এর নির্দিষ্ট ফরমে শুধুমাত্র ছাত্র-ছাত্রীদের পরীক্ষায় প্রাপ্ত নম্বর বসানো মাত্র স্বয়ংক্রিয়ভাবে ফলাফল প্রকাশের সুবিধা।
  • স্বয়ংক্রিয়ভাবে টেবুলেশন মেরিট লিস্ট অফ ট্রান্সক্রিপ্ট প্রিন্ট এর সুবিধা।
  • প্রতিষ্ঠানের সকল শাখার হিসাব-নিকাশ, লাইব্রেরীর, ছাত্র-ছাত্রীদের উপস্থিতি, হোস্টেল, পরিবহন ইত্যাদি স্কুল এন্ড কলেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার মাধ্যমে সহজে নির্ভুলভাবে ব্যবস্থাপনার সুবিধা।
  • স্বয়ংক্রিয়ভাবে শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসে প্রমোশন এর সুবিধা।
  • এক বা একাধিক শিক্ষার্থী বেতন একসময়ে নেয়ার সুবিধা স্বয়ংক্রিয়ভাবে সাধারণ আইডি কার্ড প্রিন্ট এর সুবিধা।
  • স্বয়ংক্রিয়ভাবে প্রত্যয়ন পত্র এবং টিসি প্রিন্ট ও এর রেকর্ড সংরক্ষণের সুবিধা।
  • স্বয়ংক্রিয়ভাবে প্রবেশপত্র সিট প্লান প্রিন্ট এর সুবিধা।
  • স্কুল এন্ড কলেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার টি অনলাইনে যে কোন স্থান থেকে একাধিক ব্যবহারকারী নিজেদের ইউজার পাসওয়ার্ড দিয়ে একসাথে ব্যবহার করতে পারবে।
  • স্বল্প সময়ের মধ্যে প্রতিষ্ঠান ওয়েবসাইটে পরীক্ষার ফলাফলসহ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশিত অন্যান্য তথ্যাবলী স্বয়ংক্রিয়ভাবে প্রকাশ এর সুবিধা ।
  • স্কুল এন্ড কলেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহারের ফলে প্রতিষ্ঠানের সকল কাজে স্বচ্ছতা ও গতিশীলতা আসবে এর ফলে প্রতিষ্ঠানের সুনাম আরো বৃদ্ধি পাবে।

 

সফটওয়্যার টি সম্বন্ধে বিস্তারিত জানতে এবংদাম সম্পর্কে বিস্তারিত জানতে ও ডেমো দেখতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন। কল করুন: 01798705462

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *