Software

Retail Management software | রিটেইল ম্যানেজমেন্ট সফটওয়্যার | POS Software

POS Software ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব ব্যবস্থাপনার সফটওয়্যার, এর মাধ্যমে আপনি আপনার ব্যবসায় প্রতিষ্ঠানের সকল প্রকার আয়-ব্যয়ের হিসাব রাখতে পারবেন খুব সহজেই। আপনি অনলাইনে বসে যে কোন স্থান হতে এটি নিয়ন্ত্রণ করতে পারবেন। এটি খুবই সহজ ইউজার ফ্রেন্ডলি একটি সফটওয়্যার । আপনার ছোট্ট অফিস,  দোকান,  ডিলারশিপ,  ওষুধের দোকান, যেকোনো প্রতিষ্ঠানই হোক না কেন আপনি সহজেই আপনার ব্যবসার জন্য এটি ব্যবহার করতে পারবেন। ব্যবসা প্রতিষ্ঠানএর যাবতীয় হিসাব পণ্যের তথ্য, ক্রয়-বিক্রয, স্টক, ক্রেতা -সরবরাহকারী, যাবতীয় খরচ এবং সাথে আরো অনেক কিছুই পাবেনএই সফটওয়্যারে । আপনার ব্যবসাকে করবে সহজ ও ঝামেলা মুক্ত। সফটওয়্যার এর ডেমো দেখে আপনি সিদ্ধান্ত নিন ।

 

রিটেল ম্যানেজমেন্ট (POS Software) সফটওয়্যার এর সুবিধা

 • সেলস রিপোর্ট
 • একাউন্টিং ম্যানেজমেন্ট সিস্টেম
 • প্রডাক্ট স্টক ম্যানেজমেন্ট
 • ইনভয়েসিং সিস্টেম
 • অনলাইন অ্যাক্সিস
 • সময় সাশ্রয়
 • দ্রুত কাজ সমাধান
 • দৈনিক হিসাব
 • মাসিক হিসাব
 • স্টক হিসাব
 • স্টক রিপোর্ট তৈরি
 • বার্ষিক আয় ব্যয় নির্ধারণ
 • মূল্য নির্ধারণ সুবিধা
 • সমস্ত পণ্যের তালিকা
 • গ্রাহক এসএমএস
 • বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ
 • দেনাদারদের তালিকা
 • পাওনাদারদের তালিকা
 • সরবরাহকারীদের তালিকা ইত্যাদি সহজেই নির্ণয় করতে পারবেন

 

 

দেখতে খুবই আকর্ষনীয় ও সহজ ব্যবস্থাপনা

সহজ ও ডাইনামিক ড্যাশবোর্ড এর মাধ্যমে আপনি আমাদের এই POS Software টি ম্যানেজ করতে পারবেন।  এক বা একাধিক শোরুম এবং রেজিস্টার ব্যবস্থাপনা সাপ্লায়ার এবং পারচেজ অর্ডার ব্যবস্থাপনা  প্রডাক্ট ট্যাগ বা লেভেল তৈরি এবং বারকোড স্ক্যান

 

 সহজ ইনভয়েসিং সিস্টেম

আমাদের এই শপ ম্যানেজমেন্ট সফটওয়্যার রেডি সফট্ওয়ারে আপনি খুবই সহজে আপনার ব্যবসার বিল ইনভেস্ট করতে পারবেন প্রিন্ট ও করতে পারবেন

 

 স্টক মানেজমেন্ট  সিস্টেম

পার্সেল এর মাধ্যমে স্টক ম্যানেজ করতে পারবেন এবং স্টক রিপোর্ট দেখতে পারবেন।

 

 একাউন্টিং ম্যানেজমেন্ট সিস্টেম

সেলস রিপোর্ট, জমা খরচের হিসাব এই সফটওয়ারের মাধ্যমে পেয়ে যাবেন । সেই সাথে মাসিক অথবা বাৎসরিক লাভ-লোকসানের হিসাব গুলো এই সফটওয়্যার থেকে বের করতে পারবেন খুব সহজেই।

 কার্যকরী সব রিপোর্ট

 • লাভ-ক্ষতির রিপোর্ট
 • আউটলেট অনুযায়ী সেলস এবং পেমেন্ট রিপোর্ট
 • কোন পণ্য সবচেয়ে ভালো চলছে সেই রিপোর্ট
 • কারেন্ট স্টক, স্টক অ্যাডজাস্টমেন্টের রিপোর্ট এবং লো স্টক এলার্ট।

 

কাস্টমার রিসিপ্ট প্রিন্ট

এই সফটওয়ারের মাধ্যমে আপনি সহজেই আপনার কাস্টমারকে রিসিপ্ট প্রিন্ট করে দিতে পারবেন । সকল প্রোডাক্ট আগে থেকেই সফট্ওয়ারে এন্ট্রি করা থাকবে। বিক্রয় সময় প্রোডাক্টগুলো মেশিন এর মাধ্যমে সিলেট করে ক্যাশ রিসিপ্ট করে দিতে পারবেন। এতে ক্যাশ রিসিপ্ট দেয়া অনেক দ্রুত হবে এবং স্মার্ট হবে। কাস্টমারের আপনার প্রতিষ্ঠান সম্পর্কে একটা পজিটিভ ধারণা তৈরি হবে।

 

 ডাইনামিক ড্যাশবোর্ড

খুব সহজ ও ডাইনামিক ড্যাশবোর্ড এর মাধ্যমে আপনি পুরো সফটওয়্যারটি ম্যানেজ করতে পারবেন।

 

 কিভাবে POS Software আপনার ব্যবসার জন্য ব্যবহার করবেন?

 

 • একাউন্টস রিপোর্ট থেকে আপনি আপনার ব্যবসার দৈনিক/ মাসিক/ বাৎসরিক অথবা নির্দিষ্ট তারিখ সিলেক্ট করে রিপোর্ট দেখতে পারবেন। এখন আর আপনাকে বিক্রয় ক্যাশ বই নিয়ে হিসেবে বসতে হবে না। আমাদের সফটওয়্যার আপনাকে অটো হিসেব করে দেবে।

 

 • সকল প্রোডাক্ট আগে থেকেই সফট্ওয়ারে এন্ট্রি করা থাকবে। বিক্রির সময় শুধু প্রোডাক্টগুলো সিলেট করে ক্যাশ রিসিপ্ট বা মেমো করে দিতে পারবেন। এতে ক্যাশ রিসিপ্ট দেয়া অনেক দ্রুত হবে এবং স্মার্ট হবে।

 

 • পুরু সফটওয়্যারটি অনলাইনে থাকায় আপনি পৃথিবীর যে কোন প্রান্ত থেকে পিসি বা ল্যাপটপ অথবা মোবাইল থেকে সফট্ওয়ারে লগইন করে আপনার শপ বা প্রতিষ্ঠান সেলস রিপোর্ট দেখতে পারবেন এবং সফটওয়্যার ম্যানেজ করতে পারবেন।

 

 • আর নয় পুরাতন খাতার হিসেব পুরো ব্যবসায়িক হিসেবে থাকছে এখন অনলাইনে এক সফটওয়্যার এর ভেতরে । তাই হিসাবের খাতা হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার আর ভয় নেই। পুরো ডাটাবেজ অনলাইনে ক্লাউডে থাকবে সুরক্ষিত।

 

আর এভাবেই আপনার ব্যবসা হবে এখন আরও স্মার্ট ও সহজ তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করে নিন আপনার ব্যবসার সহজ সমাধান

 

সফটওয়্যার এর ডেমো দেখতে চাইলে যোগাযোগ করুনঃ 01798705462

 

বিক্রয় পরবর্তী সেবা কিভাবে পাব?

আমাদের POS Software সফটওয়্যার নেওয়ার পর দুই মাস পর্যন্ত আমরা বিনা মূল্যে সেবা দিয়ে থাকে ।পরবর্তী সময়েও যদি আমাদের সফটওয়্যার ব্যবহার করবেন ততদিন পর্যন্ত সামান্য ফি প্রদান করলে আমাদের সেবা পেতে থাকবেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *